৯৫তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স
আবেদনের সময়কাল: ০৩ জানুয়ারি ২০২৫ হতে ২১ মার্চ ২০২৫
আবেদন ফি & অনলাইন রেজিস্ট্রেশন ফি: ২০০০/- (দুই হাজার) টাকা (অফেরতযোগ্য)
বিশেষ নির্দেশনা:
১. বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন না। ২. এই ওয়েবসাইটের মাধ্যমে শুধুমাত্র কমিশন্ড অফিসারের নিয়োগ আবেদন গ্রহণ করা হয়। সৈনিক বা অন্যান্য পদের জন্য http://sainik.teletalk.com.bd/ লিঙ্কে ক্লিক করুন। ৩. একই আবেদনকারীর একাধিক আবেদন গ্রহণযোগ্য নয়। ফি জমা দেওয়ার পর পুনরায় ফি প্রদানের মাধ্যমে নতুন আবেদন করলে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে।
আবেদনকারীর ধরন:
১. সাধারণ (General): ১২ ক্যাডেট কলেজ, এমসিএসকে ও বিএনসিসি ক্যাটাগরির বাইরে সকল আবেদনকারী।
২. ক্যাডেট কলেজ (Cadet College): শুধুমাত্র ১২ ক্যাডেট কলেজের আবেদনকারীরা। ক্যাডেট নাম্বার, ব্যাচ নাম্বার ও ক্যাডেট কলেজের নাম উল্লেখ করতে হবে।
৩. এমসিএসকে (MCSK) প্রার্থী: শুধুমাত্র মিলিটারী কলেজিয়েট স্কুল, খুলনার (MCSK) আবেদনকারীদের জন্য।
৪. বিএনসিসি (BNCC) প্রার্থী: বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (BNCC) সদর দপ্তরের আওতাধীন ৫টি রেজিমেন্টের ক্যাডেটদের জন্য।
৫. সশস্ত্র বাহিনীতে কর্মরত (Serving Sainik): সেনা/নৌ/বিমান বাহিনীতে কর্মরতদের জন্য। সৈনিক নাম্বার, ইউনিটের নাম ও যোগদানের তারিখ উল্লেখ করতে হবে।
বয়সসীমা:
১ জানুয়ারি ২০২৬ তারিখে ১৬ বছর ৬ মাস থেকে ২১ বছর। (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)। সশস্ত্র বাহিনীতে কর্মরতদের জন্য ১৮-২৩ বছর।
শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম):
জাতীয় মাধ্যম:
- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় একটিতে জিপিএ ৫.০০ এবং অন্যটিতে ন্যূনতম জিপিএ ৪.৫০।
ইংরেজি মাধ্যম:
- ‘O’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে ‘A’ গ্রেড, ৩টিতে ‘B’ গ্রেড।
- ‘A’ লেভেলে ২টি বিষয়ের মধ্যে ন্যূনতম ‘B’ গ্রেড।
সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য:
- এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০।
২০২৫ সালের নিয়মিত এইচএসসি/’A’ লেভেল পরীক্ষার্থীদের জন্য:
- এসএসসিতে জিপিএ ৫.০০ অথবা ‘O’ লেভেলে নির্দিষ্ট গ্রেডের শর্ত পূরণ করতে হবে।
- বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই এইচএসসি/’A’ লেভেলের ফলাফল প্রকাশিত হতে হবে।
আরো পড়ুন
Major recruitment in Forest Department, post 337
শারীরিক যোগ্যতা (ন্যূনতম):
শারীরিক বৈশিষ্ট্য | পুরুষ প্রার্থী | মহিলা প্রার্থী |
---|---|---|
উচ্চতা | ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি) | ১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি) |
ওজন* | ৫৪ কেজি (১২০ পাউন্ড) | ৪৬ কেজি (১০০ পাউন্ড) |
বুকের মাপ | স্বাভাবিক ৩০ ইঞ্চি, প্রসারণ ৩২ ইঞ্চি | স্বাভাবিক ২৮ ইঞ্চি, প্রসারণ ৩০ ইঞ্চি |
- নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে।
জাতীয়তা ও অন্যান্য শর্ত:
- জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে।
- অবিবাহিত হতে হবে।
- চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বিএমএ-তে যোগদানের পূর্বে জাতীয় পরিচয়পত্র প্রস্তুত করতে হবে।
আরো পড়ুন
Islami Bank Foundation Job Circular 2025 www.ibfbd.org
নির্বাচন পদ্ধতি:
১. প্রাথমিক (স্বাস্থ্য ও মৌখিক) পরীক্ষা:
- ১৫ এপ্রিল ২০২৫ থেকে ৩০ এপ্রিল ২০২৫ পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে।
- নির্ধারিত তারিখে উপস্থিত হতে না পারলে অন্যদিন পরীক্ষায় অংশ নেওয়া যাবে।
২. লিখিত পরীক্ষা:
- বিষয়: বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ জ্ঞান।
- তারিখ: ০৯ মে ২০২৫ (শুক্রবার), সকাল ০৯:০০ ঘটিকা।
- ফলাফল: মে ২০২৫-এর চতুর্থ সপ্তাহে (https://join.army.mil.bd/)
৩. আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ (ISSB) পরীক্ষা:
- আইএসএসবি’র ওয়েবসাইট (www.issb-bd.org) এ পরীক্ষার তারিখ প্রকাশিত হবে।
- ৪ দিনব্যাপী পরীক্ষা সম্পন্ন হবে এবং সকল ব্যয় কর্তৃপক্ষ বহন করবে।
৪. চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা:
- আইএসএসবি পরীক্ষার পর স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৫. চূড়ান্ত নির্বাচন ও যোগদান:
- সেনাসদরের এজি’র শাখা, পিএ পরিদপ্তর কর্তৃক নির্বাচিত প্রার্থীদের যোগদান নির্দেশিকা প্রদান করা হবে।
এই নিয়োগ বিজ্ঞপ্তির সকল শর্তাবলী মেনে আবেদন করুন এবং দেশের সেবায় অংশ নিন!